বিপাশা হায়াত
ArtistProfession: Actor
Dob: 1971-03-23
Age: 54
Birthplace: Dhaka
Height: 5 feet 5 inch
Weight: 65 kg
Measurment: 34D-25-36
Bust: 34D
Waist: 25
Hip: 36
Marital Status: Married
Spouse: Tauqir Ahmed
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Shoe Size: 8.5 US
Wikipedia: Click here to visit
বিপাশা হায়াত বাংলাদেশের জনপ্রিয় টিভি ও মঞ্চ অভিনেত্রী। তার জন্ম বিনোদন পরিবারে। তার বাবা বোন এবং স্বামী বাংলাদেশী মিডিয়ার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী।
বিপাশা হায়াত ১৯৭১ সালের ২৩ মার্চ জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকেই পেয়েছেন সাংস্কৃতিক পরিবার ও পরিবেশ। বাবা আবুল হায়াত একজন গুণী অভিনেতা। তাই অভিনয়ের সঙ্গে বিপাশার পরিচয় সেই ছোটবেলা থেকেই। ১৯৯০ সাল থেকেই শিল্পকলার জগতে তার বিচরণ। ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মাস্টার্স করেছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। পড়াশোনার পাশাপাশি অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। একসময় টিভি নাটকে তৌকীর-বিপাশা জুটি খুব জনপ্রিয় ছিল। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।
বিপাশা হায়াতের জন্ম ১৯৭১ সালে ঢাকাতে। কিংবদন্তী অভিনেতা অভিনেতা আবুল হায়াত তার বাবা এবং মাহফুজা খাতুন শিরিন তার মা। জন্মের পর থেকেই পেয়েছেন সাংস্কৃতিক পরিবার ও পরিবেশ। বাবা আবুল হায়াত একজন গুণী অভিনেতা। তাই অভিনয়ের সঙ্গে বিপাশার পরিচয় সেই ছোটবেলা থেকেই। তার ছোট বোন নাতাশা হায়াতও একজন অভিনেত্রী। ১৯৯০ সাল থেকেই শিল্পকলার জগতে তার বিচরণ। ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মাস্টার্স করেছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। পড়াশোনার পাশাপাশি অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন।
নব্বই দশকের জনপ্রিয় টিভি অভিনেত্রী বিপাশা হায়াত বহু নাটক, বিজ্ঞাপন ও কিছু চলচ্চিত্র অভিনয় করেন। নব্বই দশকে তিনি লাক্স তারকার খ্যাতি অর্জন করেন। একসময় টিভি নাটকে তৌকীর-বিপাশা জুটি খুব জনপ্রিয় ছিল। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। মঞ্চ নাটকেও তিনি ছিলেন সমান জনপ্রিয় যদিও বিয়ের পর তিনি মঞ্চনাটক ছেড়ে দেন।
বিপাশা হায়াত দুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেন। প্রথম ছবি আগুনের পরশমনি যা পরিচালনা করেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ন আহমেদ। দ্বিতীয় ছবি জয়যাত্রা যা পরিচালনা করেন বিপাশার স্বামী তৌকির আহমেদ। আগুনের পরশমনি জন্য বিপাশা হায়াত জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার পান।
নব্বই দশকের জনপ্রিয় টিভি নাটকের ঝুটি তৌকির আহমেদ ও বিপাশা হায়াত বিয়ের বাঁধনে আবদ্ধ হন ১৯৯৯ সালের ২৩ মার্চ। অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের সঙ্গে বিয়ের পর অভিনয় ছেড়ে সংসারে মনোযোগী হয়ে পড়েন বিপাশা। এই দম্পতির দুই সন্তান রয়েছে। বড়টি মেয়ে আরিশা আহমেদ, ছোট ছেলে আরিব। সংসার সামলানোর পাশাপাশি বর্তমানে ছবি আঁকা ও চিত্রনাট্য লেখা নিয়ে ব্যস্ত থাকেন। জয়নুল গ্যালারি, প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের ডিভাইন আর্ট গ্যালারিসহ দেশে-বিদেশে বহু স্থানে বিপাশার আঁকা ছবির প্রদর্শনী হয়েছে। গাজীপুরের শ্রীপুরে প্রায় ১০ বিঘা জমির ওপর তৌকির- বিপাশা দম্পতি গড়ে তোলেন ‘নক্ষত্রবাড়ি রিসোর্ট ও কনফারেন্স সেন্টার’।
বাংলাদেশের মায়া ছাড়ছেন অভিনয়শিল্পী দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। স্থায়ীভাবে বসবাস করার প্রস্তুতির জন্য সন্তানদের নিয়ে তারা এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন।
যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা অবশ্য তৌকীর-বিপাশা দম্পতি নিয়েছেন আরও আগেই। সেই লক্ষ্যে বিপাশা হায়াত গত মার্চে করোনাভাইরাসের প্রকোপ শুরুর আগেই যুক্তরাষ্ট্রে চলে যান। দুজনেই বলছেন, মূলত সন্তানদের লেখাপড়ার স্বার্থেই তারা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
তার অভিনীত উল্লেখযোগ্য নাটক সমূহ:
- ১৯৯০-৯১ আয়ময়
- ১৯৯৩ রূপনগর
- ১৯৯৬ হারজিত
- ১৯৯৭ শুধু তোমাকে জানি
- ২০০০ বৃষ্টি
- ২০০০ বেলী
- ২০০০ প্রত্যাশা
- ২০০০ একজন অপরাধিনী
- ২০০০ দোলা
- ২০০৬ অন্তরমম
- ২০১৩ মুখোশ জীবন
- ২০১৫ সোনালী দিনের চিল
- ২০১৫ কবিতা সুন্দর দিন