ব্যাচ ২৭ দ্য লাস্ট পেজ
ProgramBroadcaster: NTV
Directory: মিজানুর রহমান আরিয়ান
Genre: Drama
Performer: রাফিয়াত রাশিদ মিথিলা,জিয়াউল ফারুক অপুর্ব,মেহজাবিন চৌধুরী
Website: Click here to visit
Facebook Page: Click here to visit
Youtube: Click here to visit
মিজানুর রহমান আরিয়ানের ২০১৭ সালের টেলিফিল্ম ব্যাচ ২৭ দ্য লাস্ট পেজ। টেলিফিল্মটি তৈরী করা হয় এনটিভির জন্য। একজন পাইলটের জীবনের গল্প নিয়ে ব্যাচ ২৭ দ্য লাস্ট পেজ।
অয়ন, একজন পাইলট তার আগের জীবন ভুলে গিয়ে নতুন করে জীবন সাজাতে চায়। একদা পরিবার সহ বেড়াতে যায় গাজীপুরের একটি রিসোর্টে। সেখানেই দেখা হয় সায়রার সাথে। ভালো লেগে যায় দুজন দুজনকে। পরিবারের সম্মতিতে বিয়েও ঠিক হয়। দুজনের দুজনের প্রতি ভালো লাগাও বাড়তে থাকে। এভাবেই এগিয়ে চলে ব্যাচ ২৭ দ্য লাস্ট পেজ।
এক সময় জেরিনের সাথে দেখা হয় অয়নের এয়ারপোর্টে। এক সন্তানের জননী জেরিনের বাবার কাছ থেকে অয়ন জানতে পারে জেরিনের স্বামীও একজন পাইলট ছিল। সিঙ্গাপুর থেকে ভিয়েতনাম যাবার পথে একটি প্লেন উধাও হয়ে যায়। আর সেই বিমানের পাইলট ছিল জেরিনের স্বামী।
এয়ারপোর্ট , বাসা, বাবা-মা, বন্ধু বান্ধব এই নিয়ে অয়ন যখন তার জীবন ঘুচিয়ে নিয়েছে তখন জেরিনের সাথে এই দেখা সব কিছু আবার এলোমেলো করে দেয়। সে জেরিনের পাশে দাঁড়াতে চায়। সায়রা থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে।
এদিকে জেরিন জানতে পারে সায়রার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে অয়নের। একথা জানার পর জেরিন অয়নের জীবন ঠেলে সরে যেতে চায়। এমনই একটি গল্প নিয়ে তৈরী ব্যাচ ২৭ দ্য লাস্ট পেজ।
ব্যাচ ২৭ দ্য লাস্ট পেজ টেলিফিল্ম এ অভিনয় করেন অপূর্ব, মেহজাবিন, মিথিলা প্রমুখ।