লকডাউনে ভাঙল অপূর্বর সংসার
News
				 
				কয়েক মাস টানাপোড়েনের পর অবশেষে ভেঙে গেলো জিয়াউল হক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির ৯ বছরের সংসার।
তাদের বিয়ে যে বিচ্ছেদের দিকে এগুচ্ছে তা সহকর্মীরা বুঝতে পেরেছেন আগে থেকেই। প্রথমে অপূর্ব কিছু না জানালেও বিষয়টি পরিষ্কার করতে থাকেন অদিতি। তিনি তার ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস বিবাহিত থেকে ডিভোর্স করে নেন। ফেসবুকে তিনি আরো লেখেন - স্টপ কলিং মি ভাবি এভরিওয়ান।
অপূর্ব প্রথমে কিছু না বললেও পরে মিডিয়ার কাছে বিষয়টি স্বীকার করেন। ডিভোর্স হয়ে গেছে জানিয়ে বলেন বিস্তারিত পরে জানাবেন।
২০১১ সালের ১৪ জুলাই পরিবারের পছন্দ মতো অদিতিকে বিয়ে করেন অপূর্ব। অদিতির এটি প্রথম বিয়ে হলেও অপূর্ব এর আগে ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে পালিয়ে প্রভাকে বিয়ে করেন। প্রভার এক্স বয়ফ্রেন্ড ক্ষিপ্ত হয়ে তাদের অন্তরঙ্গের ভিডিও প্রকাশ করলে অনেকটা বাধ্য হয়ে একই বছর অপুর্ব ডিভোর্স দেন প্রভাকে।
অপূর্ব ও অদিতির আয়াশ নামে একটি পুত্র সন্তান রয়েছে।
