শাহেনশাহ

Program
Category: Movie
Directory: শামীম আহমেদ রনি
Genre: Action,Drama,Romance
Performer: শাকিব খান,নুসরাত ফারিয়া মাজহার
Youtube: Click here to visit

শাহেনশাহ সাকিব - নুসরাত ফারিয়া ঝুটির প্রথম চলচ্চিত্র। ২০১৯ সালে ছবিটি মুক্তির কথা থাকলেও নানা প্রতিকূলতায় তা মুক্তি পায় ২০২০ সালের ৬ মার্চ। 

শাপলা মিডিয়ার ব্যনারে শাহেনশাহ প্রযোজনা করেন সেলিম খান আর পরিচালনা করেন শামিম আহমেদ রনি। ১৫২ মিনিটের ছবির কাহিনীকার অংশুমান ও প্রমিত। শাকিব খান অভিনয় করেন কেন্দ্রীয় চরিত্রে। 

শাহেনশাহ ছবির কাজ শুরু হয় ২০১৮ সালে। শুরুতে চুক্তিবদ্ধ করা হয় নুসরাত ফারিয়াকে প্রধান নায়িকা চরিত্রে।  ওই বছর ৫ সেপ্টেম্বর ছবির মহরত হয় যেখানে ছবির ২য় নায়িকা রোদেলাকে পরিচয় করিয়ে দেয়া হয়। 

২৩ অক্টোবর এফ ডি সি তে ছবির শুটিং শুরু হয়। এছাড়াও আফতাব নগরসহ বেশ কয়েকটি স্পটে কয়েক লটে ছবির শুটিং হয়। ১৯ ডিসেম্বর পুবাইলে শুটিংয়ের মধ্য দিয়ে শুটিং শেষ হয়।  

২০১৯ সালের ২৫ জানুয়ারি চলচ্চিত্রটির প্রচারণামূলক প্রথম ফার্স্ট লুক টিজার মুক্তি পায়।২০১৯ সালের ১১ মার্চ প্রকাশ করা হয় চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার।২০১৯ সালের ১২ মার্চ চলচ্চিত্রটি বিনাকর্তণে সেন্সর ছাড়পত্র পায়। এরপর ১৬ মার্চ সাজ্জাদুল ইসলাম সায়েমের তৈরিকৃত চলচ্চিত্রটির দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়।২০১৯ সালের ১ এপ্রিল ইউটিউবে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ট্রেইলার প্রকাশ করা হয়।

চলচ্চিত্রটি ২০১৯ সালের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি নির্ধারণ করা হলেও পরে চলচ্চিত্রটির প্রচারণার জন্য মুক্তির তারিখ পিছিয়ে ২০১৯ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। পরে ঈদুল ফিতরে শাকিব খানের প্রযোজিত পাসওয়ার্ড চলচ্চিত্র মুক্তির ফলে, আবারও মুক্তির তারিখ পিছিয়ে ঈদুল আযহায় নির্ধারণ করা হয়। ৪ দফা মুক্তির তারিখ পেছানোর পর চলচ্চিত্রটি ২০২০ সালের ৬ মার্চ মুক্তি পায়। এর আগে ২০১৯ সালের ২৫ জানুয়ারি চলচ্চিত্রের প্রথম ট্রিজার মুক্তি পায়।

শাকিব খান ও নুসরাত ফারিয়া ছাড়াও শাহেনশাহ ছবিতে অভিনয় করেছেন রোদেলা জান্নাত, উজ্জ্বল, মিশা সওদাগর, আহমেদ শরীফ, ডন প্রমুখ।

নবাবপুর এলাকায় দুই নবাব। ছোট নবাব ও বড় নবাব। এই দুই নবাবের বাবা একজন, কিন্তু মা দুজন। অর্থাৎ, তাঁরা সৎভাই। এই দুই নবাব এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাঁদের ভয়ে, শোষণে এলাকার লোকজন সদা তটস্থ। দুই নবাবের ভেতরে শত্রু শত্রু খেলা লেগেই আছে। তাঁদের সাঙ্গপাঙ্গরা এলাকায় একটা না একটা হাঙ্গামা বাধিয়েই রাখে। ছোট নবাবের মেয়ে রোদেলা জান্নাত। বড় নবাবের মেয়ে নুসরাত ফারিয়া। প্রথমে শাকিব প্রেমে পড়লেন (বা প্রেমে পড়ার ভান করলেন) রোদেলা জান্নাতের।

এরপর শাকিব খান প্রেমে পড়লেন বড় নবাবের মেয়ে নুসরাত ফারিয়ার। তারপর দুই নবাবই ঠিক করলেন তাঁর মেয়ের বিয়ে দেবেন শাকিবের সঙ্গে। তারপর নবাবপুরের ১০০ বছর উপলক্ষে মেলায় দেখা গেল শাকিব ভন্ড, প্রতারক। দুই নবাব মিলে শাকিবকে মৃত্যুদণ্ড দিলেন।

এক প্রতিক্রিয়া নায়িকা নুসরাত ফারিয়া বলেন, অবশেষে সিনেমাটি মুক্তি পেল। বেশ ভালো লাগছে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা ছিল সব সময়। শুটিং-এ কঠোর পরিশ্রম করতে হয়েছে। এখন দর্শক সিনেমাটি পছন্দ করলেই আনন্দিত হব।

শাহেনশাহশাহেনশাহ পোষ্টারশাহেনশাহ মহরতশাহেনশাহ পোষ্টারশাহেনশাহশাহেনশাহ পোষ্টার