সুচিত্রা সেন

Artist
Gender: Female
Profession: Actor
Dob: 1931-04-06
Age: 94
Birthplace: Pabna
Marital Status: Married
Religion: Hinduism

সুচিত্রা সেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেত্রী।  তিনি বাংলা এবং হিন্দি উভয় ভাষায় অভিনয় করে সুখ্যাতি অর্জন  করেন। 

সুচিত্রা সেনের জন্ম ১৯৩১ সালের ৬ই এপ্রিল পাবনা জেলার সদরে। তার বাবা চলেন একজন স্কুল শিক্ষক, মা গৃহবধূ।  কবি রজনীকান্তের নাতনি সুচিত্রা পড়াশুনা করেন পাবনাতেই। সংসারে তিনি ছিলেন পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা। 

বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয় ১৯৪৭ সালে। ১৯৫২ সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হন। তার মেয়ে মুনমুন সেন এবং নাতনী রিয়া সেন ও রাইমা সেন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১৯৭৮ সালে সুদীর্ঘ ২৫ বছর অভিনয়ের পর তিনি চলচ্চিত্র থেকে অবসরগ্রহণ করেন। এর পর তিনি লোকচক্ষু থেকে আত্মগোপন করেন এবং রামকৃষ্ণ মিশনের সেবায় ব্রতী হন।.২০১৪ সালের ১৭ জানুয়ারি ভারতীয় সময় সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে সুচিত্রা সেনের মৃত্যু হয়।

সুচিত্রা সেন