সেলেনার অ্যালবামের অর্থ যাবে করোনার সহায়তায়
Newsবিশ্বজুড়ে চলছে করোনা-তাণ্ডব। তাই চট করে এই বুদ্ধি বের করেছেন সেলেনা। তাতে এক ঢিলে দুই পাখি মারা গেল। নিজের গান আরও বেশি করে মানুষের কাছে পৌঁছানোও গেল, সঙ্গে করোনায় সহায়তা তহবিলে অর্থও দেওয়া হলো। ঘটনা হলো, অনলাইনে প্রতিটি অর্ডার থেকে ১ ডলার করে জমা হবে ‘প্লাস ওয়ান কোভিড ১৯’ ফান্ডে। এখানে অর্থ দেওয়ার জন্য অন্যদের উৎসাহিতও করেছেন এই তারকা।