এফ এস নাঈম
ArtistProfession: Actor
Dob: 1984-11-29
Age: 41
Birthplace: Dhaka
Marital Status: Married
Spouse: Nadia Ahmed
Religion: Islam
Website: Click here to visit
Facebook Page: Click here to visit
এফ এস নাঈম বাংলাদেশের জনপ্রিয় মডেল, টিভি ও চলচ্চিত্র অভিনেতা।
নাঈম এর জন্ম ২৯ নভেম্বর ১৯৮৪ ঢাকাতে। তার বাবার নাম আব্দুল ওয়াদুদ ও মা নাসিমা ওয়াদুদ।
তিনি মাধ্যমিক পাশ করেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে। উচ্চমাধ্যমিক পাশ করেন কোডা থেকে। পরবর্তীতে তিনি নথ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেন।
- প্রিয় বই শেষের কবিতা।
- প্রিয় খাবার মোরগ পোলাও।
- প্রিয় রং সাদা।
- তিনি সকল সুন্দর জায়গাতেই ঘুরতেই ভালোবাসেন।
- প্রিয় শিক্ষক আব্দুর রাজ্জাক ও অমরেশ চন্দ্র।
নাঈম মিডিয়ায় কাজ শুরু করেন ভিজে হিসাবে। ২০০৪ সালে চ্যানেল আই এর আই স্পিড নাম একটি প্রোগ্রাম উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় কাজ করা শুরু করেন। নাটকে কাজ শুরু করেন ২০০৬ সালে। ২০১০ সালে জাগো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে পুরোদমে কাজ শুরু করেন।
তিনি একজন অভিনেতা হিসেবেই থাকতে চান। অনেক মানুষই জানেন তিনি অনেক হাস্যজ্জল ও কথা বলার মানুষ। কিন্তু প্রকৃতপক্ষে তিনি একজন খুবই চুপচাপ। তবে অভিনেতা না হলে তিনি একটি বড় কোম্পানির সিইও হতে হতেন।
১৫ জানুয়ারি ২০১৬ তারিখে গুলশান ক্লাবে নাঈম-নাদিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে দুই শিল্পীর পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীরা উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের পিঁড়িতে বসেন তারা। বন্ধু আর শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বার্তায় এখন ভাসছে এই দুই তারকার ফেইসবুকের দেয়াল।