নুসরাত ফারিয়া মাজহার
ArtistProfession: Actor
Dob: 1993-09-08
Age: 32
Birthplace: Chottogram
Height: 5 feet 3 inch
Weight: 45 kg
Measurment: 32B-23-32
Bust: 32B
Waist: 23
Hip: 32
Marital Status: Single
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Shoe Size: 6 US
Dress Size: 4 US
Facebook Page: Click here to visit
Instagram: Click here to visit
Twitter: Click here to visit
Wikipedia: Click here to visit
নুসরাত ফারিয়া মাজহার ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ফারিয়া চট্টগ্রামে জন্মগ্রহণ করলেও দাদা সেনা কর্মকর্তা হওয়ায় তার শৈশব কেটেছে ঢাকার সেনানিবাসে।
আরজে হিসাবে মিডিয়া ক্যারিয়ার শুরু করেন ফারিয়া। অতঃপর আরটিভির \"ঠিক বলছেন তো\" অনুষ্ঠান দিয়ে ভিজুয়াল মিডিয়ায় আসেন। এর পর একে একে বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেন। এর মধ্যে থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার, সুনিধি লাইভ কনসার্ট , লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া লাক্স ওয়াল্ড অব গ্ল্যামার ইত্যাদি উল্লেখযোগ্য।
নুসরাত ফারিয়া ফ্যাশন হাউজের মডেল হন এবং বেশ কিছু ব্রেন্ডের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। তার মধ্যে ফেয়ার এন্ড লাভলী, সিম্ফোনি, সিটিসেল উল্লেখযোগ্য।
২০১৫ সালে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় আশিকী ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক। অভিনেত্রী মাহিয়া মাহীর সাথে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি হলে জাজ নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরে।
নুসরাত ফারিয়ার উল্লেখযোগ্য ছবিগুলো : আশিকী , হিরো ৪২০, বাদশা-দয়া ডন , ধ্যাত্বরিকা , বস ২, শাহেনশাহ ইত্যাদি।
২০২০ সালে নুসরাত ফারিয়া রিয়াদ রাশিদ কে বিয়ে করে