বুলবুল আহমেদ

Artist
Gender: Male
Profession: Actor
Dob: 1941-09-15
Age: 84
Birthplace: Dhaka
Marital Status: Married
Spouse: ডেইজি আহমেদ
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black

বুলবুল আহমেদ বাংলাদেশের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা। তিনি ছিলেন একাধারে মঞ্চ, বেতার, টিভি, চলচ্চিত্র অভিনেতা, আবৃত্তিকার এবং অনুষ্ঠান ঘোষক। তিনি প্রায় ৩০০ নাটক ও দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। 

বুলবুল আহমেদ ১৯৪১ সালে পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম তাবারক আহমেদ। তার পিতা খলিল আহমেদ সরকারি চাকুরীজীবি অভিনেতা ও নাট্যকার। তাঁর মায়ের নাম মোসাম্মত মোসলেমা বেগম।  পিতামাতার অষ্টম সন্তান তিনি। তাঁর জন্মের প্রহর ছিল বেশ ঘটনাবহুল। বড় ছেলে হামেদ আহমেদের পরে পরপর ছয়টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যাদের মাঝে দুই কন্যা সন্তানের মৃত্যুতে সকলেই বেশ শোকাহত ছিলেন। অনেক দোয়া মানত করেছিলেন পরবর্তী সন্তানের জন্যে। এর পরই জন্ম নেন বুলবুল আহমেদ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আনন্দে চারিপাশে তাবাররুক বিলানো হয়। পুরান ঢাকার ফুলবাড়িয়ার মাহবুব আলি ইনস্টিটিউশনে তার পিতার নির্দেশিত নাটকগুলো মঞ্চস্থ হত এবং তিনি সেগুলো দেখতে যেতেন। সেখান থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে।

বুলবুল আহমেদ ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৫৭ সালে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ১৯৫৯ সালে আই এ পাশ করেন। তিনি নটরডেম কলেজ থেকে ১৯৬১ সালে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে ১৯৬৩ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। কিছুদিন তিনি সিলেটের এমসি কলেজেও পড়ালেখা করেন। সেখানেই তিনি চিরকুমার সভা মঞ্চনাটকে অভিনয় করে সবার দৃষ্টি করেন।  

বুলবুল আহমেদ প্রথম টিভি নাটকে অভিনয় করেন ১৯৬৪ সালে আব্দুল্লাহ আল মামুনের বরফ গলা নদীতে।  সেই থেকে নিয়মিত টিভিতে অভিনয় করেন তিনি। 

১৯৭২ সালে আবদুল্লাহ ইউসুফ ইমামের অনুপ্রেরণায় সিনেমায় কাজ শুরু করেন বুলবুল আহমেদ। ১৯৭৩ আবদুল্লাহ ইউসুফ ইমামের (ইউসুফ জহির) মুক্তি পাওয়া ছবি ইয়ে করে বিয়ের মাধ্যমে প্রথম বড় পর্দার দর্শকদের সামনে নায়ক হিসেবে আবির্ভাব ঘটে তার। এর পর তিনি প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। 

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কয়েকটি ছবিও পরিচালনা করেন তিনি। বুলবুল আহমেদ পরিচালিত উল্লেখযোগ্য ছবি হচ্ছে ওয়াদা, মহানায়ক, ভালো মানুষ, রাজলক্ষ্মী-শ্রীকান্ত, আকর্ষণ, গরম হাওয়া, কত যে আপন প্রভৃতি। এর মধ্যে শেষের চারটি ছবি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেন বুলবুল আহমেদ। 

বুলবুল আহমেদের স্ত্রী ফওজিয়া পারভিন ডেইজি। ছেলেবেলা থেকে দুজনে পরিচিত ছিলেন। দুজনের ভেতর ভালোলাগা থেকে ভালবাসা তৈরি হয়ে অবশেষে শেষ পরিণতিতে উপনীত হন তাঁরা। দুই পরিবারের সম্মতিক্রমে তাঁদের বিয়ে সম্পন্ন হয় । বিয়ের কিছুদিন পর বুলবুল আহমেদ চট্টগ্রামে বদলি হন। দুজনে মিলে চট্টগ্রামে নতুন সংসার শুরু করেন। এই দম্পতির তিন সন্তান হলেন মেয়ে ঐন্দ্রিলা ও তিলোত্তমা এবং ছেলে শুভ।

বুলবুল আহমেদ ২০১০ সালের ১৪ই জুলাই বুধবার ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। ১৬ জুলাই তাকে আজিমপুর কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে সমাহিত করা হয়।

বুলবুল আহমেদ