জয়া আহসান
ArtistProfession: Actor
Dob: 1978-07-01
Age: 47
Birthplace: Dhaka
Height: 5 feet 4 inch
Weight: 50 kg
Measurment: 34B-26-35
Bust: 34B
Waist: 26
Hip: 35
Marital Status: Divorced
Spouse: Faisal Ahsan
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Facebook Page: Click here to visit
Instagram: Click here to visit
Twitter: Click here to visit
Wikipedia: Click here to visit
জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা ও মডেল। মডেল হিসাবে বিনোদন জগতে প্রবেশ করলেও পরে টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
জয়া আহসানের জন্মতারিখ নিয়ে রয়েছে অনেক রকম তথ্য। কারো কারো মোতে জয়া আহসানের জন্ম ১ জুলাই ১৯৭৩ তারিখ হলেও জয়া আহসানের তাতে আছে ঘোর আপত্তি। যদিও জয়া আহসান তার বয়সের ব্যাপারে খোলাখুলি কিছু বলেন নি, কিছু মিডিয়ার মতে তার জন্ম ১ জুলাই ১৯৮৩। যদি তাই ধরে নিই তবে জয়া বিয়ে করেছেন ১৩ বছর বয়সে। আর যদি তিনি ১৮ বছর বা তার পরে বিয়ে করে থাকেন, তবে তার জন্ম কমপক্ষে এরও ৫ বছর আগে, অর্থাৎ ১৯৭৮ বা তারও আগে।
বেশির ভাগ মিডিয়ার মতে জয়ার জন্ম ঢাকাতে। তার বাবার নাম এম এ মাসুদ আর মায়ের নাম রেহানা মাসুদ। তার ছোট এক বোন ও এক ভাই রয়েছে। সাধারণ শিক্ষার বাহিরে তিনি রবীন্দ্র সংগীতের উপর ডিপ্লোমা করেছেন এবং ক্লাসিক্যাল সংগীতের উপর ট্রেনিং করেছেন।
জয়া আহসানের টিভিতে প্রথম কাজ পঞ্চমী নাম একটি টেলি ড্রামাতে। এর পর তিনি ১৯৯৭ সালে কোকা কোলার বিজ্ঞাপন করেন। ক্যালেন্ডারের মডেল হিসাবেও তাকে দেখা যায়। মডেলিং এর মাঝে একটি গ্যাপ নিয়ে তিনি পড়া লেখা শেষ করেন এবং একটি জাতীয় দৈনিকে কাজ করেন। সংশয় নাটক কাজ করে তিনি মিডিয়াতে ফিরেন। করেন বহু নাটকে অভিনয়।
জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। পরে দীর্ঘ ৬ বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১১ সালে তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা এবং নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা চলচ্চিত্রে অভিনয় করেন।
গেরিলা চলচ্চিত্রের সাফল্যের পর থেকে তিনি নিয়মিত বাংলাদেশ ও ভারতের কলকাতার চলচ্চিত্রে কাজ করা শুরু করেন। ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন। এর পর তিনি দুই বাংলার অসংখ্য ছবিতে অভিনয় করেন।
ব্যক্তিগত ও পারিবারিক জীবনে জয়া ছিলেন মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সহধর্মিনী। ১৪ মে ১৯৯৮ সালে বিয়ে করেন। ২০১১ সালে ফয়সালের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে।
জয়া তার ফিটনেস নিয়ে বলেন - ফিটনেসটা আমার কাছে শুধু সৌন্দর্য ধরে রাখার বিষয় নয়। এটি একাগ্রতা ও ধৈর্যচর্চার উপায়ও।
যতই দিন যাচ্ছে, অভিনয়শিল্পী জয়া আহসানের ঔজ্জ্বল্য ততই বেড়েই চলছে। জয়ার নামের সঙ্গে নিত্যনতুন সাফল্যের পালক যুক্ত হচ্ছে। দেশে যেমন এই অভিনেত্রী জনপ্রিয়, পাশের দেশ ভারতেও কোনো অংশে কম না।