শাকিব খান

Artist
Gender: Male
Profession: Actor
Dob: 1983-03-28
Age: 42
Birthplace: Gopalganj
Height: 6 feet 2 inch
Measurment: 41-14-32
Bust: 41
Waist: 14
Hip: 32
Marital Status: Divorced
Spouse: Apu Biswas
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Facebook Page: Click here to visit
Instagram: Click here to visit
Twitter: Click here to visit
Youtube: Click here to visit
Wikipedia: Click here to visit

শাকিব খান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক। অভিনয় ছাড়াও তিনি চলচ্চিত্র প্রযোজনা ও এফ ডি সি কেন্দ্রিক বিভিন্ন সংগঠন এর সাথে জড়িত। মিডিয়ায় তিনি কিং খান, সুপার স্টার, ঢালিউড কিং বিভিন্ন নামে পরিচিত। 

শাকিব খান ১৯৭৯ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুর রব একজন সরকারি চাকরিজীবি, মা নুরজাহান গৃহীনি। তার এক ভাই ও এক বোন রয়েছে। বাবার চাকরির কারণে শাকিব খানের শৈশব ও কৈশোর কেটেছে নারায়ণগঞ্জে। 

শাকিব খানের ছোট বেলায় ইচ্ছে ছিলো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া। এইচ এস সি পাশের পর হারিয়ে যায় ছোট বেলার সে স্বপ্ন। 

শাকিব খান অভিনয়ে আসেন ১৯৯৯ সালে। আফতাব খান টুলুর পরিচালনায় সবাইতো সুখী হতে চায় ছবির জন্য প্রথম ক্যামরার সামনে দাড়ান। তবে প্রথম মুক্তি পায় একই সালে সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা। এই ছবিতে শাকিবের নায়িকা ইরিন জামান। দুজনের এটি প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। 

ছবি দুটি আশানুরূপ সফলতা না পেলেও শাকিব নজর কাড়েন সবার। তাইতো পরের বছর শাবনূর, পপি ও পুর্নিমার মত ঐ সময়ের হিট নায়িকাদের বিপরীতে অভিনয় শুরু করেন। এর মাঝে শাকিব - শাবনূর ঝুটি একে একে দিতে থাকে সব সুপার হিট ছবি।

অভিনয় শুরুর ৩ বছরের মধ্যে শাকিব সিনিয়র নায়িকাদের বিপরীতে অভিনয় শুরু করেন। ২০০২ সালে নায়িকা মৌসুমীর সাথে ঝুটি বেধে অভিনয় করেন শাকিব।

এর পর শাকিবের সাথে ঝুটি বাধেন অপু বিশ্বাস। শাকিব - শাবনুরের পর এই ঝুটি অনেক দিন ধরে ব্যবসা সফল ছবি উপহার দিতে থাকে। নায়িকা হিসাবে অপু বিশ্বাসের সাথে ঝুটি বেধে সবচেয়ে বেশি ছবি করেছেন শাকিব।

শাকিব এখনো বেশ সফলতার সাথে অভিনয় করে যাচ্ছেন। দেশের গন্ডি পেরিয়ে কলকাতার চলচ্ছিত্রেও অভিনয় করছেন তিনি। এরই মাঝে প্রতিষ্ঠা করেছেন নিজের প্রযোজনা সংস্থা এসকে ফিল্ম। 

২০০৮ সালে প্রেম করে বিয়ে করেন সহশিল্পী অপু বিশ্বাসকে। তবে তাদের বিয়ের খবর চাপা রাখেন অনেকদিন। ২০১৭ সালে অপু তাদের বিয়ের বিষয়টি মিডিয়াকে জানায়। ২০১৬ সালে তাদের সন্তান আব্রানের জন্ম হয়। ২০১৭ এর শেষের দিকে সাকিব ডিভোর্স এর আবেদন করে এবং ২০১৮ সালে তাদের ডিভোর্স হয়। 

শাহেনশাহশাকিব খান মৌসুমিবীর পোষ্টারবীর পোষ্টারশাহেনশাহ পোষ্টারশাহেনশাহ মহরতশাহেনশাহ পোষ্টারশাহেনশাহশাহেনশাহ পোষ্টারশাকিব খান