আজিজুল হাকিম

Artist
Gender: Male
Profession: Actor
Dob: 1959-05-15
Age: 66
Birthplace: Meghna
Height: 5 feet 7 inch
Marital Status: Married
Spouse: Zinat Hakim
Religion: Islam
Eye Color: Black
Hair Color: Black
Wikipedia: Click here to visit

আজিজুল হাকিম ৯০ দশকের তুমুল জনপ্রিয় অভিনেতা। তিনি টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রে অভিনয় করেন।

আজিজুল হাকিমের জন্ম ১৯৫৯ সালে কুমিল্লার মেঘনাতে। তিনি প্রকৌশলী আঃ হাকিম ও মহিজুন্নেসা এর সন্তান।  

হাকিম ছাত্র জীবন থেকে অভিনয়ের সাথে যুক্ত। ছাত্র জীবনে তিনি আরিয়ানকে নাট্য গ্রূপে যোগ দেন। 

আজিজুল হাকিম একজন নির্মাতা হিসেবেও সফল। তার নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে \'সে আমায় ভালোবাসে না\', \'তবুও রঙধনু\', \'সকাল সন্ধ্যা রাত\', \'নিজ গৃহে পরবাসী\' ইত্যাদি। 

২০২১ সালে এসে আজিজুল হাকিম দেশের সুনামধন্য ব্র্যান্ড ওয়ালটনের নির্বাহী পরিচালক হিসাবে যোগ দেন। 

আজিজুল হাকিম ১৯৯৩ সালে নাট্য রচয়িতা জিনাত হাকিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক মেয়ে নাজা হাকিম এবং এক ছেলে হরিড।


আজিজুল হাকিম