চঞ্চল চৌধুরী

Artist
Gender: Male
Profession: Actor
Dob: 1974-06-01
Age: 50
Birthplace: Pabna
Height: 5 feet 8 inch
Marital Status: Married
Spouse: শান্তা চৌধুরী
Religion: Hinduism

চঞ্চল চৌধুরী বাংলাদেশের জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা। অভিনেতার পাশাপাশি তিনি একজন মডেল, শিক্ষক ও গায়ক। হাস্যরস অভিনয়ের জন্য তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার পেয়েছেন। তারপর তিনি চারুকলায় ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 

চঞ্চল চৌধুরীর জন্ম ১৯৭৪ সালে পাবনার সুজানগরে। তার পিতা রাধা গোবিন্দ চৌধুরী এবং মাতা নমিতা চৌধুরী। তিনি নিজ গ্ৰামের স্কুল কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজবাড়ি সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। পড়ালেখার পাশাপাশি তার গানবাজনা, নাটক ও অবৃত্তির প্রতি ছোটবেলা থেকে আগ্রহ ছিল। 

চঞ্চলের অভিনয় শুরু হয় ১৯৯৬ সালে মামুনুর রশীদের আরণ্যক নাট্যদলের সাথে কাজ করার মধ্য দিয়েই। তার প্রথম মঞ্চ নাটক কালো দৈত্য। ফরিদুর রহমানের গ্রাস নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন। তিনি মোস্তফা সরওয়ার ফারুকীর তাল পাতার সেপাই নাটক দিয়ে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। তারপর থেকেই তিনি মঞ্চের পাশাপাশি বিরামহীন কাজ করে যাচ্ছেন টিভি নাটকে। 

চঞ্চল চৌধুরীর প্রথম চলচ্চিত্র রূপকথার গল্প। তৌকির আহমেদ পরিচালিত ছবিটি মুক্তি পায় ২০০৬ সালে। এছাড়াও তার প্রশংসিত চলচ্চিত্র সমূহ হলো মনপুরা, মনের মানুষ, টেলিভিশন, আয়নাবাজি, দেবী। এ সবগুলো চলচ্চিত্রই বেশ প্রশংসিত হয়। 

মিরাজ তুই মরিসনে ক্যামিরাজ তুই মরিসনে ক্যাচঞ্চল চৌধুরীআয়নাবাজি (করোনা)