আয়নাবাজি (করোনা)

Program
Category: TV Fiction
Broadcaster: Ekattor TV
Directory: আঁচল
Genre: Drama
Performer: মাসুমা রহমান নাবিলা,চঞ্চল চৌধুরী
রেক আগের ২০১৬ সালে বাজিমাত করেছিলো অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ সিনেমাটি। এই সিনেমার আয়না, হৃদি ও ক্রাইম রিপোর্টার সাবেরকে নিয়ে এবার তিন পর্বের একটি সিরিজি নির্মাণ করেছেন নির্মাতা। ঘরে বসেই তারকারা এই সিরিজের অভিনয় করেছেন।\r\nএখন শুধু সিরিজগুলো মুক্তি পাওয়ার অপেক্ষায়। এর আগেই চমক দিলেন নির্মাতা। প্রকাশ হয়েছে আয়নাবাজি সিরিজের গান। ‘এই শহর আমার’ শিরোনামের গানটির কথা লিখেছেন অমিতাভ রেজা নিজেই। অর্ণবের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সিবাত তাজওয়ার।\r\nঅমিতাভ রেজা বলেন, ‘করোনা থেকে মানুষকে সচেতন করার জন্য ‘আয়নাবাজি’ সিনেমার তিনটি চরিত্র নিয়ে অমিতাভ রেজা ছোট ছোট তিনটা পর্ব বানিয়েছেন। শিগগিরই অনলাইন, ফেসবুক পেজ ও ইউটিউবে এগুলো মুক্তি দেওয়া হবে।’\r\nনির্মাতা জানিয়েছেন, ‘আয়নাবাজি’ সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য ৭ থেকে ৮ মিনিট। করোনাভাইরাসে আক্রান্ত আয়না কীভাবে প্রতিকূলতাকে জয় করে আর সেখানে প্রতিবেশী এবং নিকটজনেরা কীভাবে সাহায্য করতে এগিয়ে এসেছে, সেটাই এই সিরিজে দেখানো হচ্ছে।
আয়নাবাজি (করোনা)