বাঘবন্দী-দ্য মাইন্ড গেম
ProgramBroadcaster: Desh TV
Directory: রেদওয়ান রনি
Genre: Drama,Thriller
Performer: আসাদুজ্জামান নূর,মেহজাবিন চৌধুরী,শহীদুজ্জামান সেলিম,Mishu Sabbir,আলী যাকের
Website: Click here to visit
Youtube: Click here to visit
ঈদুল ফিতর ২০২১ এর জন্য রেদোয়ান রনি তৈরী করেছেন বিশেষ ধারাবাহিক নাটক বাঘবন্দী-দ্য মাইন্ড গেম। নাটকটীৰ মূল চরিত্রে অভিনয় করেছেন কালজয়ী অভিনেতা আসাদুজ্জামান নূর।
বাঘবন্দী-দ্য মাইন্ড গেম ধারাবাহিক নাটকটি বানানো হয়েছে দেশটিভির জন্য যা প্রচারিত হয় ঈদুল ফিতর ২০২১ এর ঈদের দিন থেকে টানা ছয়দিন।
আসাদুজ্জামান নূর বাঘবন্দী-দ্য মাইন্ড গেম ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন ভাদুর চরিত্রে। আর ভাদু চরিত্রটি রহিস্যে ঘেরা। তার বিচরণ ক্ষেত্র ঢাকা বিশবিদ্যালয় আর চারুকলা ইনস্টিটিউট। তাকে কখনো দেখা যায় ফুটপাতের বইয়ের দোকানে। খুব মনোযোগ দিয়ে বই ঘাটতে দেখা যায়। তার পছন্দ কবিতার বই। বকুলতলায় বসে তাকে দেখা যায় কবিতার বই আওড়াতে।
বাঘবন্দী-দ্য মাইন্ড গেম ধারাবাহিকে ভাদুর এক রহস্যময়ী প্রেমিকা আছে। তরুণী এই প্রেমিকাকে মাঝে মধ্যে শাড়ি পরে দেখা যায় এখানে সেখানে ভাদুর সাথে দেখা যায়। নানা সুখ দুঃখের কথা ভাদু শেয়ার করে তার এই প্রেমিকার সাথে। তবে কোথা থেকে তার এই প্রেমিকা আসে আর কোথায় চলে যায় তা ঠিক বোঝা যায়না।
মাঝে মধ্যে ভাদুকে চারুকলাতে দেখা যায়না। কারণ সে তখন থাকে একটি এসাইনম্যান্টে। আর সে এসাইনম্যান্ট হলো খুন করা। না সে কোন ফরমায়েশি খুন করেনা। তবে খুন করার আগে সে ওই ব্যক্তির সাথে খেলে এক মাইন্ডগেম। আর এমনি গল্প নিয়ে বানানো বাঘবন্দী-দ্য মাইন্ড গেম।
নাটকটিতে আসাদুজ্জামান নূরের প্রেমিকার চরিত্রে অভিনয় করে মেহজাবিন। আরো অভিনয় করে আলী জাকের, শহীদুজ্জামান সেলিম, মিশু সাব্বির প্রমুখ।