অয়োময়
ProgramGenre: Drama
Performer: আসাদুজ্জামান নূর,আবুল হায়াত,Abul Khair,Dilara Zaman,Enamul Haque,Sara Zaker,লাকী ইনাম,বিপাশা হায়াত,সুবর্ণা মোস্তফা,আফজাল শরীফ,Tarana Halim
Wikipedia: Click here to visit
অয়োময় নব্বই দশকে বিটিভিতে প্রচারিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটকের একটি। নাটকটির রচয়িতা হুমায়ন আহমেদ আর নির্মাণ করেছেন নওয়াজেশ আলী খান। ১৯৯০-৯১ সালে প্রচারিত নাটকটি ব্রিটিশ আমলের তথ্যনির্ভর ফিকশন। গল্পটি জমিদার প্রথার বিলুপ্তিকে নির্ভর করে বানানো।
অয়োময় ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, আবুল হায়াৎ, আবুল খায়ের, দিলারা জামান, ড: এনামুল হক, সারা জাকের, লাকি এনাম, বিপাশা হায়াৎ, সুবর্ণা মোস্তফা, আফজাল শরীফ, তারানা হালিম সহ অনেকে।
‘অয়োময়’ নাটকের জমিদার মির্জা হিসেবে নিজের সবটুকু দিয়ে অভিনয় করেছেন তিনি। বিটিভিতে নাটকটি যখন প্রচারিত হয়, তখনকার মানুষ তাকে জমিদার বলেই ডাকতেন। আসাদুজ্জামান নূর বলেন, ‘অয়োময় নাটকের মির্জা চরিত্রটি আমার অভিনয় জীবনের বড় একটি মাইলফলক। খুব প্রিয় একটি কাজ এটি। অভিনয় করার এবং নিজেকে উজাড় করে দিয়ে কাজ করার মত একটি চরিত্র ছিল। আজও মনে পড়ে নাটকটির কথা।’